গেল মঙ্গলবার তার বাসায় দুর্বৃত্তরা ঢুকে হামলা করে। যারা হামলা করেছে তারা তুরিন আফরোজের অচেনা।

একদিকে সারা বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সবাই যখন উল্লাসে মগ্ন, ঠিক অন্যদিকে গনভবনের লুটপাট থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষের বাড়িঘর, দোকানপাট লুটপাট, হামলা ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।
এমনকি দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষাও পাননি বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। তাদের মধ্যে একজন হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ।
দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে শারীরিকভাবে (পেন্সিল দিয়ে পায়ে আঘাত করে) অত্যাচার করে ।

এবং মাথার চুল কেটে দেয়। তিনি দেশ কেন ছাড়েননি এবং হিজাব কেন পরেননা সেই প্রশ্নও করে দুর্বৃত্তরা। একসময় দুর্বৃত্তরা বারবার তার ফোনও চেক করে।
একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তাদের সকল অত্যাচার তিনি সহ্য করেন। তিনি বলেন, যত যাই কিছু হক দেশ ছেঁড়ে যাবো না। আমি এখানেই থাকবো। ফোনে কলে এই কথা জানান তিনি।
সরকার পতন ও সেনা প্রধানের ভাষণের পরপর গনভবন থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলাজুড়ে যখন ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, তখন ব্যারিস্টার তুরিন আফরোজের জলঢাকা বাড়িটিতেও ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।
———————————————————–
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আরো খবর জানতে এখানে ক্লিক করুন।