হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাণিজ্যিক এলাকা লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি সমুদ্রে পড়েছে এবং অন্যটি ইসরায়েলের অভ্যন্তরে আসার আগেই বিস্ফোরিত হয়েছে।
হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনিদের হত্যা এবং তাদের বাস্তুচ্যুত করার জন্য তেল আবিব লক্ষ্য করে এম৯০ মডেলের দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দেইর আল বালাতে চার শিশু ও এক মাসহ ছয় জন এবং আল বুরিজ ক্যাম্পে আরও সাতজন নিহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস। এ হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

previous post
next post