সাবওয়ে ও বাসে চলাচলে নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের মানুষ যাতে অর্ধেক দামে মেট্রো কার্ড পায়, সে জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
বর্তমানে ৯৬৬ জন ৩ লাখ ৩৫ হাজার ডিসকাউন্ট মূল্যে মেট্রোকার্ড পায়।
এই সংখ্যা ১০ লক্ষে উন্নীত করতে চান মেয়র এরিক এডামস। অর্থ বরাদ্দ রাখা হলেও নিউইয়র্ক সিটির অনেকেই অর্ধেক দামে মেট্রোকার্ডের জন্য আবেদন করেন না।
নিউইয়র্ক সিটিতে বসবাসরত ১৮ থেকে ৬৪ বছর বয়সী মানুষ ফেয়ার ফেয়ার্স নামের এই কর্মসূচীতে আবেদন করতে পারবে। এই মেট্রোকার্ড পাবে যেসব পরিবারের বার্ষিক আয় ফেডারেল দরিদ্র সীমার ১৪৫ শতাংশে আছে তারা।
যাদের বার্ষিক আয় ২১,৮৩৭ ডলারের কম হয় আথবা চার সদস্যের পরিবারের বার্ষিক আয় যদি ৪৫,২৪০ ডলার হয়, কেবল তারাই এই অর্ধেক মূল্যে মেট্রোকার্ড পাবে।
অর্ধেক ভাড়ার মেট্রোকার্ড এর জন্য আবেদন করলে রিভিউ করতে প্রায় ৩০দিন সময় লাগে। অনুমোদিত হওয়ার পর তার মেয়াদ থাকে ১ বছর।

previous post
next post