৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশগ্রহণকারীদেরকে ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১৪০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হন ওই দাঙ্গায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস এ দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘অবশ্যই আমি এটা করব। তারা যদি নির্দোষ হয় তবে আমি তাদেরকে ক্ষমা করে দেব।
ট্রাম্প বলেন, ‘অবশ্যই আমি এটা করব। তারা যদি নির্দোষ হয় তবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। খুবই কঠিন একটি প্রশাসনিক ব্যবস্থা তাদেরকে দোষী সাব্যস্ত করেছে।’
২০২১ সালের জানুয়ারির ৬ তারিখে দাঙ্গায় ১ হাজার ৪০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। এখনও অনেক মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
এই ঘটনায় অভিযুক্তদের আরও আটকের আশঙ্কা রয়েছে ২০২৬ সালের আগে। তবে এই সমস্ত মামলা ও বিচার প্রক্রিয়ার অবসান হতে পারে নির্বাচনে ট্রাম্প জয় পেলে এবং তার সমর্থকেরা জাস্টিস ডিপার্টমেন্টে নিয়োগ পেলে।
দাঙ্গাকারীদেরকে যোদ্ধা, অবিশ্বাস্য দেশপ্রেমিক, রাজনৈতিক বন্দি ও জিম্মি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
তবে ট্রাম্প ও রিপাবলিকানদের মাধ্যমে দাঙ্গাকারীদের কর্মকাণ্ডকে বীরত্বপূর্ণ হিসেবে আখ্যা দেয়ার ব্যাপারটিতে হতাশা প্রকাশ করেছেন শীর্ষ ইউএস ডিস্ট্রিক্ট জাজ রয়েস ল্যাম্বার্থ। তিনি বলেন, ‘আমার ৩৭ বছরের ক্যারিয়ারে আমি এমনটা কখনও দেখিনি যেখানে এই ধরণের কার্যকলাপকে এভাবে ন্যায্যতা দেয়া হচ্ছে।’

previous post