প্রেসিডেনশিয়াল ডিবেটে জো বাইডেনের ব্যর্থতার পর আগামী নির্বাচনকে ঘিরে কৃষ্ণাঙ্গ নারীদের সমর্থন আদায়ে জোর প্রচারে নেমেছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এ লক্ষ্যে চলতি সপ্তাহে নেভাডা নর্থ ক্যারোলাইনা সহ বেশ কয়েকটি স্টাইটে সফর করেন তিনি।
এর অংশ হিসেবে টেক্সাসরের ডালাসে কে বেইলি হাচিসন কনভেনশন সেন্টারে আয়োজিত আলফা কাপ্পা আলফা সরোরিটোর সমাবেশে যোগদেন কমলা।
এতে অংশ নেন অন্তত ২০ হাজার সদস্য। বক্তৃতা শুরুতে টেক্সাসে হারিকেন বেরিলের ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরেন কমলা। দুর্যোগ থেকে বাসিন্দাদের বাঁচাতে ফেডারেল সরকারের পাশে থাকায় বিষয়টি আশ্বস্ত করে তিনি জানান, ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এ সময় শিক্ষিত নারীর বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে সামাজিক মেলবন্ধন বাড়ানোর লক্ষ্যে আলফা কাপ্পা আলফা সরোরিটি ইন কর্পোরেশনের জন্ম বলে জানান কমলা।
তিনি বলেন দেশে নারী ভোটের অধিকারসহ সব ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠায় আলফা কাপ্পা আলফা কাজ করা যাচ্ছে ।
কমলা জানান দেশের মাতৃ মৃত্যু কমানো ও নারীদের গর্ভপাতকালীণ স্বাস্থ্য সুরক্ষাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাইটন প্রশাসন।
বক্তৃতার একপর্যায়ে বিভিন্ন স্টেটের গর্ভপাত নিষিদ্ধের বিষয়ে আদালতের রায়ের করা সমালোচনা করেন কমলা।
তিনি বলেন গর্ভপাত সিদ্ধান্তে সরকার বা অন্য কারোর হস্তক্ষেপ করার অধিকার নেই।
সবশেষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তিনি বলেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের এক নায়ক তন্ত্র রাজত্ব কায়েম করবেন ট্রাম।
আদালতের ব্যবহার করে ট্রাম্পার বিরোধীদের দেশ ছাড়া করবেন বলে মন্তব্য করেন কমলা।
এছাড়া ডেমোক্রেটদের নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি নষ্ট করবেন বলেও মনে করেন কমলা। তাই আগামী নির্বাচনে সকলকে আবারও বাইডেন-হ্যারিস প্রশাসনকে ভোট দেওয়ার আ হবান জানান তিনি।