ইসরায়েলে বন্দী এক ফিলিস্তিনিকে ধর্ষণে অভিযোগে দেশটির নয়জন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের নেজেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দিশিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সেনাদের গ্রেপ্তার করতে সদে তেইমান বন্দিশিবিরে অভিযান চালায় ইসরায়েলের মিলিটারি পুলিশ। এ সময় সেখানে থাকা সেনাসদস্যরা তাঁদের বাধা দেন। তবে বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ৯ সেনাকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ।
এদিকে এই গ্রেফতারের প্রতিবাদে ওই বন্দিশিবির ভাঙচুর করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থীরা। নয়জন সেনাকে গ্রেফতারের প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিক্ষোভে ডাক দিয়েছেন তারা।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচ অভিযুক্ত সেনাদের ‘বীর যোদ্ধা’ অভিহিত করেছেন। ফিলিস্তিনি বন্দীদের জন্য নির্ধারিত শিবিরগুলো দেখভালের দায়িত্বে রয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেছেন, এই গ্রেফতারের ঘটনা ‘লজ্জাজনক’।
সংবাদমাধ্যম আরব ৪৮-এর দেওয়া তথ্য অনুযায়ী, ধর্ষণের শিকার ওই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে বন্দিশিবির থেকে বিরশেবা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি হাঁটতে পারছেন না বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ।

previous post
next post