বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মাইডাস সেন্টারের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর হামলা ও ধাওয়া করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পরে সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান।
এরপর সেখানে বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়।
এ সময় তাঁরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন। দলটির নেতা-কর্মীদের হাতে পিস্তল দেখা যায়।
ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা ২৭ নম্বর সড়কের মাঝামাঝি চলে যান।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আশপাশের ভবনে গিয়ে বিক্ষোভকারীদের খুঁজতে থাকেন।
বাংলাদেশ আই হসপিটালের সামনেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন।