New York Bangla Life
Image default
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ কয়েকজনের ওপর হামলা ঘটনা ঘটে। সেখানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধের বাইরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে যান। বুধবার সন্ধ্যার দিকে কর্মসূচি শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ৩০-৩৫ জনের একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সাংস্কৃতিক কর্মীদের সরে যেতে বলেন। এরপর তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে।

কিছুক্ষণ পর রোকেয়া প্রাচী ঠিক করতে গেলে ওই যুবকরা তাকে লাঠিপেটা শুরু করে। লাঠির আঘাতে লুটিয়ে পড়েন অভিনেত্রী। এরপর সহশিল্পীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন।

হামলার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ অংশ নেন। অনুষ্ঠানের নেতৃত্ব দেন রোকেয়া প্রাচী।

এ সময় রোকেয়া প্রাচী বলেন, আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ বাংলাদেশ পুড়েছে; আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের ১৯৭১ পুড়েছে; আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে; ধানমণ্ডি ৩২ পুড়েছে। এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।

তিনি বলেন, আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। সারা বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি। আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে রোকেয়া প্রাচী লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’


Related posts

বাংলাদেশে সংবাদ মাধ্যমের প্রতি হুমকি এখন পৌঁছে গেছে বিদেশেও

Ny Bangla

২৬ লক্ষ ভারতীয় নিয়ে আসিফ নজরুলকে প্রশ্ন

Ny Bangla

আবারও নতুন কর্মসূচি ঘোষণা ছাত্র আন্দোলনের

Ny Bangla

দেড় শতাধিক কম্পানি ব্যবসা গোটাচ্ছে

Ny Bangla

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দমিছিল

Ny Bangla

মুক্তি পেল জবির আইন বিভাগের শিক্ষার্থী সোবহান

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy