New York Bangla Life
Image default
বাংলাদেশ

নতুন পৃথিবী গড়তে তরুণেরা বদ্ধপরিকর: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস।

‘আমাদের এখন কাজ হচ্ছে নির্বাচনি ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা।’

ভারতে আয়োজিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ভার্চ্যুয়ালি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এসব কথা বলেন।

ড. ইউনূস ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফিজি, ওমান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেন।

ঢাকার অধিকাংশ এলাকার দেয়ালগুলো গ্রাফিতি নগরীতে পরিণত হয়েছে অল্পবয়সী শিক্ষার্থী ও শিশুদের দ্বারা, যাদের মধ্যে অনেকের বয়স ১২-১৩ বছর উল্লেখ্য করে তিনি বলেন, এই নবাগতরা ৪০০ বছরের পুরোনো ঢাকা শহরের দেয়ালে একটি নতুন গণতান্ত্রিক-পরিবেশ-বান্ধব বাংলাদেশ তুলে এনেছে।

তিনি বলেন, ‘এর জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা নির্দেশনা ছিল না। কারও কাছ থেকে কোনো অর্থ সহায়তাও পায়নি তারা। দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের যে আবেগ ও অঙ্গীকার এটা তাদের সেই বহিঃপ্রকাশ মাত্র।’

ড. ইউনূস বলেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থীরা। আমাদের কর্মকৌশলের কেন্দ্রে তাদের রাখতে হবে। আমাদের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ তরুণ। তারা আমাদের সমাজের সবচেয়ে ক্ষমতাশালী অংশ। তারা অন্যদের মতো নয়। তারা একটি নতুন পৃথিবী গড়তে বদ্ধপরিকর। তারা সেই সক্ষমতা রাখে। প্রযুক্তিগত দিক থেকে তারা তাদের আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে।

তিনি বলেন, ‘আমাদের যে শিক্ষা ও আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছে তা শুধু চাকরিপ্রার্থী ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আমাদের সিস্টেমকে নতুন করে সাজাতে হবে।’

ড. ইউনূস বলেন, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদের একীভূতকরণের জন্য তৈরি হয়েছে। আমাদের এই আর্থিক ব্যবস্থা এমনভাবে পুনর্গঠন করতে হবে যেন সম্পদের সুষম বণ্টন হয়। সব মানুষ বিশেষ করে নারী ও তরুণদের জন্য আর্থিক সেবাগুলো আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ১৯৫২ সালে বাংলাদেশের ছাত্ররা মায়ের ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। যা সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ে সংগ্রামের অনুপ্রেরণা যুগিয়েছিল।

প্রায় সাত দশক পরে, আমাদের ছাত্র-নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লব তরুণদেরকে গ্লোবাল সাউথের গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা এবং টেকসই উন্নয়নের জন্য জেগে উঠতে অনুপ্রাণিত করছে।

ডক্টর ইউনুস বলেন, এই বিপ্লবে অংশগ্রহণ করতে এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য আমি সবচেয়ে ‘তরুণ প্রাপ্তবয়স্ক’ হিসেবে।

Related posts

আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না

Ny Bangla

রাষ্ট্রীয় কারখানা তুলে দেওয়া হচ্ছে পাকিস্তানিদের হাতে

Ny Bangla

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

isa

মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান খোলা: আইএসপিআর

saeimkhan

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি

Ny Bangla

“বাংলাদেশ ছাত্রলীগ” এর সাবেক নেতৃবৃন্দের বিবৃতি

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy