নিউইয়র্কের কুইন্সে একটি স্কুল ভ্যানে পাঁচ বছরের এক শিশুকে তিন ঘণ্টা আবদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এতে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে। আর এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই শিশুর অভিভাবকরা।

কুইন্সের জ্যামাইকায় বসবাসকারী পাঁচ বছর বয়সি শিশুটি কিন্ডারগার্টেন শিক্ষার্থী। শিশুটি বৃহস্পতিবার সকাল ৭টায় রকওয়ে বুলেভার্ডে একটি স্কুল ভ্যানে করে স্কুলে যায় । স্কুলে পৌঁছানোর আগে, এই অবুঝ শিশুটি একটি কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়।
এ ঘটনার জন্য ভ্যান চালকের দায়িত্বহীনতাকে দায়ী করেন শিশুটির বাবা মাহতাবুল ভূইয়া।

তিন ঘণ্টার তীব্র গরম, ভয় আর অনিশ্চয়তার মধ্যে শেহরিশ কোনোমতে ভ্যানের জানালার কাঁচ ভাঙতে সক্ষম হন। পরে এক পথচারীর সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
ঘটনার আকস্মিকতায় শিশুটি এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে। খাওয়া আর ঘুম কোনোকিছুতেই আগের মত স্বাভাবিক নেই। স্কুলে যেতেও অনীহা তৈরি হয়েছে শিশুটির।
এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয় এটাই অভিভাবকদের প্রত্যাশা।