বিশ্বব্যাপী বিভিন্ন দেশে অবস্থানরত নাট্যকর্মীদের যোগাযোগের অনলাইন প্ল্যাটফরম থিয়েটার সাপোর্ট গ্রুপের আয়োজনে নিউইয়র্কে নাট্য উৎসবটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে ২২, ২৩, ২৪ ও ২৫ মে মেমোরিয়াল ডে উইকেন্ডে।
অভিবাসের নাটক শিরোনামে আন্তর্জাতিক প্রথম এই নাট্য উৎসবটি আয়োজনের দায়িত্বে থাকবে নিউইয়র্ক এর সকল নাট্যদল ও নাট্যকর্মীরা। আন্তর্জাতিক এই নাট্য উৎসবে অংশগ্রহন করবে কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এর বিভিন্ন নাট্য দল এবং নিউইয়র্ক, নিউজার্সী, ভার্জিনিয়া এবং টেক্সাসের ডালাস ও হিউস্টনের নাট্যদলগুলো।
আসন্ন আন্তর্জাতিক নাট্য উৎসবকে কেন্দ্র করে গত ৮ সেপ্টেম্বর রবিবার জ্যামাইকার শাহী কিচেন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয় নিউইয়র্ক এর সকল নাট্য কর্মীদের অংশগ্রহনে প্রস্তুতি সাধারন সভা। সভায় নাট্য উৎসব আয়োজনের জন্য ১১ জনের একটি নির্বাহী পর্ষদ গঠন করা হয়, মোহাম্মদ কবীর আহবায়ক ও আবীর আলমগীর নির্বাহী সচিবের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন শামসুল আলম বকুল, মিথুন আহমেদ, গোলাম সারওয়ার হারুন, শীতেষ ধর, সৈয়দ জাকির আহমেদ রনি, জহির মাহমুদ, শামীম মামুন লিটন, রোকেয়া রফিক বেবী ও ফারুক আজম। এছাড়াও প্রতিটি নাটকের দলথেকে নাট্যকর্মীদের নিয়ে একটি উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
উৎসবের উদ্দেশ্য বিশ্বব্যাপী প্রবাসী সমাজ তথা নাট্যকর্মীদের মাঝে যোগাযোগের একটি কার্যকর মঞ্চ তৈরী করা, উৎসব আয়োজনকারী শহরের প্রবাসী সমাজ তথা সকল সংস্কৃতি কর্মীদের সাংস্কৃতিক বিকাশে সহায়তা প্রদান করা, প্রবাসী সমাজ ও মুলধারায় নাটকের বিকাশ সাধন করা এবং প্রবাসে নাটকের মান উন্নয়ন ও দর্শক বৃদ্ধিতে সহায়তা করা।

থিয়েটার সাপোর্ট গ্রুপের সমন্বয়কারী শামসুল আলম বকুলের সন্চালনায় উৎসব আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত রাখেন উপস্থিত নাট্যকর্মীরা। প্রাথমিক এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক এর প্রায় চল্লিশ জনেরও অধিক নাট্যকর্মী।

নাট্যকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম পাখি, মোহাম্মদ কবীর, সীতেশ ধর , সৈয়দ জাকীর হোসেন রনি, রোকেয়া রফিক বেবী, মিথুন আহমেদ, আবীর আলমগীর, জিয়া উদ্দিন শিপন, তাহমিনা মোস্তাফা, শেখ তানভীর আহমেদ, রিপন রহমান, শুক্লা রায়, আলমগীর চঞ্চল, মিনহাজ আহমেদ, শিরীন বকুল, আবু বিপ্লব, সুলতান বোখারী, বসুনিয়া, মিতালী দাস, সুলতানা খান, শফিউল আলম, আহসান উল্লাহ, চন্দন চৌধুরী, মনির হাসান, সপ্না কাউসার, শামীম মামুন, জেফ হোসেন, জিয়াউল হক, শারমীন রেজা ইভা, শামীম মামুন লিটন, লুৎফুন নাহার লতা, মুজিব বিন হক, তমালিকা কর্মকার, প্রতিমা সুমি, তাহমিনা তিথী, কাউসার আহমেদ, স্বাধীন মজুমদার, মুসা রুবেল, নজরুল ইসলাম, রেশমা চৌধুরী, স্বপন কবীর, সোনিয়া কবীর, মোঃ হুমায়ুন কবীর কাজল, আর্থার আজাদ, সুলতান মাহমুদ লিটন সহ আরো অনেকেই।