নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একই দিনে পৃথক হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে।
২৬ বছর বয়সী এক তরুণ বিনা কারণে ছুরিকাঘাতে শিকার হন বলে জানায় পুলিশ। সেভেন্থ লাইনের প্লাটফর্মে ঐ যুবকের হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্দেহভাজন হামলাকারী।
আহত যুবকের অবস্থা এখন ভালো বলে জানিয়েছে পুলিশ। এর কয়েক ঘণ্টা আগে পুলিশ আরেকটি ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে টাইমসস্কয়ার সাবস্টেশনে যায়।
পুলিশ জানায় বাক-বিতন্ডের জেরে চার ব্যক্তি একজনকে ঘিরে ধরে, একপর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে । এসব ঘটনায় যাত্রীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ।
সাবস্টেশনে হামলার ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় সিটি কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চলতি বছরের শুরু দেখে বিভিন্ন সাবওয়ে স্টেশনের সুরক্ষা বিষয়টি জোরদার করতে এনওয়াইপিডি অন্তত ১০০০ অফিসার নিযুক্ত করেছেন।
সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যান অনুযায়ী, মহামারীর সময় থেকে অপরাধ ১১ শতাংশ কমে এসেছে।

previous post