New York Bangla Life
আন্তর্জাতিক

নিজের বেতন কমিয়ে দিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই নিজের বেতন ৪০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট অফিস জানায়, এর মাধ্যমে তিনি ‘দায়িত্বপূর্ণ শাসন’ এবং লাইবেরিয়ানদের সাথে ‘সংহতি’ প্রদর্শনের নজির স্থাপনের আশা করছেন।

গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জোসেফ বোকাই জানায়, তার বার্ষিক বেতন ১৩ হাজার ৪০০ ডলার। তবে বেতন কমানোর সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে তার বার্ষিক বেতন নেমে আসবে ৮ হাজার ডলারে।

সম্প্রতি লাইবেরিয়ানরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে অভিযোগ উঠে। এমতাবস্থায় দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনও কঠোর তদন্তের অধীনে রয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রতি পাঁচজনের মধ্যে একজনের দৈনিক আয় ২ ডলারেরও কম।

একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তার পূর্বসূরি জর্জ ওয়েহের। দেশটির সাবেক এই প্রেসিডেন্ট তার বেতন ২৫ শতাংশ কমিয়েছিলেন। লাইবেরিয়ার অনেকেই প্রেসিডেন্ট বোকাইয়ের নিজের বেতন কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ডব্লিউ লরেন্স ইয়েলুও দেশটিতে সরকারি স্বচ্ছতার নিশ্চিতের জন্য প্রচারণা চালায়। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে ‘খুবই প্রশংসনীয়’ বলে অভিহিত করে তিনি বলেন, “শীর্ষ থেকে নেতৃত্ব প্রদান করতে হবে।

লরেন্স আশা করেন যে, প্রেসিডেন্টের সুবিধাগুলি আগামী অর্থবছরের বাজেটে পর্যালোচনা করা হবে। একইসাথে বেতন কমানোর পাশাপাশি বোকাই লাইবেরিয়ার সিভিল সার্ভিস এজেন্সিকে ‘ক্ষমতায়ন’ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যাতে সরকারি কর্মচারীরা দেশে তাদের অবদানের জন্য ন্যায্য সুবিধা পান।

এদিকে গত সপ্তাহে একদল আইনপ্রণেতা অভিযোগ করেছেন যে, তারা নিজেদের অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য গাড়ি পাচ্ছেন না। ফলে প্রতিবাদস্বরূপ তারা স্থানীয়ভাবে ব্যবহৃত সাদামাটা পরিবহণ ‘টুক টুকস’-এ করে সংসদে গিয়েছিলেন। বোকাই গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দুর্নীতি ও আর্থিক অব্যবস্থাপনা মোকাবেলার অঙ্গীকার করেছিলেন।

দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের সম্পদ ঘোষণার পাশাপাশি বোকাই প্রেসিডেন্ট অফিসের একটি অডিটের নির্দেশ দিয়েছেন। যদিও এর ফলাফল এখনও প্রকাশিত হয়নি। বোকাই দেশটির জেনারেল অডিটিং কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করেছেন।

Related posts

সামরিক আদালতে ইমরানের বিচার নিয়ে বিবেচনায় নেই: পাকিস্তান সরকার

Ny Bangla

ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Ny Bangla

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল

Ny Bangla

রুশ হামলায় এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস

Ny Bangla

বিশ্বজুড়ে আরেকটি মহামারি এমপক্স

Ny Bangla

আইএমএফ থেকে নতুন ঋণ পেতে বৈঠক অনুষ্ঠিত

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy