বুধবার ৩১ জুলাই এর মধ্যে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহীর আদেশে নিষিদ্ধ করা হবে বলে জানান বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘কোন প্রক্রিয়ায় এটি করা হবে, তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।
এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে একমত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে, ১৪ দলের এ সিদ্ধান্ত ওবায়দুল কাদের গণমাধ্যমে ব্রিফিং করার সময় জানান।
২০১৩ সালে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।
পরে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে ২০২৩ সালে জামায়াতের আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।
previous post
next post