New York Bangla Life
Image default
অ্যামেরিকা

ন্যাশনাল কনভেনশনের উদ্বোধনী দিনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ


অ্যামেরিকার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের উদ্বোধনী দিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদে তারা শহরের রাস্তায় নেমে আসেন ।


ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দল নিশ্চিত করেছে, সম্মেলন এলাকার কাছে স্থাপিত নিরাপত্তাবেষ্টনীর অংশবিশেষ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা চার ব্যক্তিকে আটক হতে দেখেন। তাঁদের হাতে হাতকড়া পরানো ছিল। ওই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে কি না, সে ব্যাপারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দলের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।

নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার আগে বিক্ষোভকারীরা শিকাগোর ওয়েস্ট সাইডে অবস্থিত পার্কে পৌঁছান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। বিক্ষোভকারীরা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে হতাশা জানান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে ‘খুনি কামালা’ আখ্যা দেন তাঁরা।

বিক্ষোভকারীদের ঠেকাতে শিকাগো পুলিশ ওই পার্কের চারপাশ ঘিরে রেখেছিল। এর মধ্যে কিছু পুলিশ দাঁড়িয়ে ছিলেন আর কিছু পুলিশ বাইকে অবস্থান করছিলেন।

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনস্থলের বাইরে একটি পার্কে ‘মার্চ অন দ্য ডিএনসি’ নামে এ বিক্ষোভের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে থেকে বিক্ষোভকারীরা পার্কে জড়ো হতে থাকেন।

কয়েক হাজার বিক্ষোভকারী পার্কে জড়ো হন। আয়োজকদের আশা ছিল, পার্কটি বিক্ষোভকারীতে পরিপূর্ণ হয়ে যাবে। তবে এটি মাত্র অর্ধেক পূর্ণ ছিল। ২০০টির বেশি সংগঠন একজোট হয়ে এ কর্মসূচি পালন করছে।

জাতীয় সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিনে আরও একটি বড় বিক্ষোভ আয়োজনের কথা আছে।

গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিবাদে কয়েক মাস ধরে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, চলমান ওই যুদ্ধে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়।

Related posts

কামালা জয়ী হলে দেশকে শরণার্থী শিবিরে পরিণত করবেন: ট্রাম্প

Ny Bangla

ক্যালিফোর্নিয়ার দাবানল ২০ হাজার একর এলাকায় ছড়িয়েছে

Ny Bangla

যেকোনো সময় ঘোষণা হবে কামালার রানিং মেটের নাম

Ny Bangla

তৃতীয় বিশ্বের শহরে রূপ নিয়েছে নিউ ইয়র্ক: ট্রাম্প

Ny Bangla

ট্রাম্পের সমাবেশে গুলিবর্ষণ, মিলল নিহতের পরিচয়

Ny Bangla

শক্তিশালী হারিকেন ‘হেলিনে’ মৃতের সংখ্যা বেড়ে ৯৩

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy