নরসিংদীতে পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের গণমিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। গণমিছিল নিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা শহরের উপজেলা মোড় এলাকায় গেলে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গণমিছিল নিয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার কথা ছিল। তিন শতাধিক শিক্ষার্থী বেলা আড়াইটার দিকে গণমিছিল নিয়ে উপজেলা মোড়ের প্রেসক্লাব অভিমুখে রওনা হন।
সেখানে আগে থেকেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানার পুলিশ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়।
গণমিছিলটি নরসিংদী প্রেসক্লাবের কাছে উপজেলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে দাঁড়িয়েই পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
মিছিলের অগ্রভাগে ছিলেন নারী শিক্ষার্থীরা। এ সময় সেখানে আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপরই পুলিশ সদস্যদের ভেদ করে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এ সময় নারী শিক্ষার্থীদেরও পেটাতে দেখা যায়।
হামলায় নারী শিক্ষার্থীসহ ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুরো সময় পুলিশ সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়।