কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে পুলিশ বাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্ত্রী বলেন, খুবই ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে নিরাপত্তা বাহিনী। একেবারে না পেরে পরবর্তীতে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারেনি, সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয় পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব কিছু হিসাব রাখেন। কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয়, তাহলে তদন্ত হবে।
তিনি আরও বলেন এরইমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন একটি প্রতিবেদন দেবে, কী ঘটনা ঘটেছিল কয়েকদিনে। তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারবো কী ঘটনা ঘটাতে চেয়েছিল স্বাধীনতার বিরোধী শক্তি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে আরও বলেন, কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী এই চার জেলার ক্ষেত্রে এই শিথিলতা কার্যকর হবে। বাকি যে জেলাগুলো আছে , সেই সকল জেলার স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
কারফিউ মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, সবার প্রতি অনুরোধ থাকবে, তারা যেন কারফিউ মেনে চলেন। যত তাড়াতাড়ি নিরাপত্তা বাহিনী স্বাভাবিক অবস্থা ঘোষণা করতে পারবে, তত তাড়াতাড়ি আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারব।
previous post