New York Bangla Life
বাংলাদেশ

পুলিশ হেফাজতে ববি সমন্বয়ক শুভসহ ১২ শিক্ষার্থী



বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক সংহতির কর্মসূচিতে যোগ দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। সে সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দিচ্ছে । এ ছাড়া ক্যাম্পাসের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে ।

পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন– কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয়ক সুজয় শুভ, তমাল, সুজন মাহমুদ ও ভূমিকা সরকারসহ ১২ জন।

শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক সংহতির কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তারা। এ সময় শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে। পরে আরও পাঁচজনকে আটক করা হয় ক্যাম্পাসে প্রবেশের সময়।

এ ঘটনার পর ক্যাম্পাসের সামনে ছাত্রলীগ নেতা রক্তিম হাসানের নেতৃত্বে ১৫-২০ জন অবস্থান নিয়ে বলেন, সরকার কোটা সংস্কার করে প্রজ্ঞাপন দিয়েছে। তারপরও অসৎ উদ্দেশে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়েছিল। তাই যে কোনো অপতৎপরতা ঠেকাতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আমরা।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি বলেন, কারফিউ চলাকালে সভা-মানববন্ধনসহ জনসমাগম নিষিদ্ধ। তারপরও একটি কর্মসূচির জন্য শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল। তাদের ওপর আক্রমণ হতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

Related posts

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

Ny Bangla

একটি অঘোষিত ইসলামী অভ্যুত্থান?

Ny Bangla

বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েন

Ny Bangla

ব্যারিস্টার সুমনকে সিটিজেন জার্নালিস্ট হিসেবে কৃতিত্ব দিতে চাই : আনিস আলমগীর

Ny Bangla

আমরা কি ‘খিলাফা-ই-বাংগাল’-এর জন্য প্রস্তুত?

Ny Bangla

রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইএসপিআর এর বিবৃতি

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy