‘সাবাশ বাংলাদেশ’ স্লোগানে জনতার ঢল বিনা বাধায় প্রবেশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যদিও রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরটিতে সবসময় নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল। কিন্তু আজ সেখানে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
এর আগে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে একটি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। হেলিকপ্টারযোগে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ইতমধ্যেই আগরতলায় অবতরণ করেছে তাদের হেলিকপ্টার।
এদিকে জনতার ঢল কার্যালয়ের প্রধান ফটক পেরিয়ে ভবনের ভেতর প্রবেশ করে । তখন তারা ‘সাবাশ বাংলাদেশ’, ‘আমার বাংলাদেশ’ বলে স্লোগান দেয়।
এর আগে তার দেশ ত্যাগের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আন্দোলনরত জনতা প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ প্রবেশ করে।
গণভবনে ঢুকে লেক থেকে বড় বড় মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা যায়। আবার গণভবনের বালিশ হাতেও দেখা গেছে কাউকে কাউকে।
গণভবন থেকে শাকসবজি, মাছ-মাংস, চেয়ার, টেলিভিশন, ঘড়ি, লাগেজ, ঝুড়ি কাপ-পিরিচ যে যা পাচ্ছেন তা-ই নিয়েই চলে যান।