New York Bangla Life
Image default
অ্যামেরিকা

প্রার্থিতা প্রত্যাহারের চাপ নাকচ করে বাইডেনের চিঠি

চলতি বছরের নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে একটি চিঠিতে বাইডেন তার সিদ্ধান্তের কথা জানান।

নিজের মানসিক সুস্থতা ও নির্বাচনী প্রচারের কার্যকারিতা নিয়ে বিরাজমান শঙ্কা উড়িয়ে দিয়ে বাইডেন চিঠিতে লেখেন, ‘গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা সত্ত্বেও আমি আপনাদের জানাতে চাই, নির্বাচন করতে, নির্বাচনের দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় দফায় নির্বাচন করে বাইডেনের জয়ী হওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, চিঠিতে তিনি তা জোরালো ভাষায় নাকচের চেষ্টা করেছেন। দুই পৃষ্ঠার এই চিঠিতে বাইডেন লেখেন, ‘কীভাবে সামনে এগোতে হবে তা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক আলোচনা হয়েছে। এখন এসব আলোচনা বন্ধ করার সময় হয়েছে। এখন আমাদের সামনে একটাই কাজ। আর তা হলো ট্রাম্পকে পরাজিত করা। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের আগে আমাদের হাতে ৪২ দিন সময় আছে, সাধারণ নির্বাচনের আগে সময় আছে ১১৯ দিন। এই অবস্থায় সংকল্পের দুর্বলতা বা করণীয় নিয়ে অস্পষ্টতা ট্রাম্পকে সাহায্য করবে, আর ক্ষতি করবে আমাদেরকে।

চলতি সপ্তাহটি বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি ডিবেটের পর দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার।

এদিকে আজ মঙ্গলবার বাইডেনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এদিন হাকিম জেফরিসের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। বৈঠকে বাইডেনের বিষয়ে দলের সদস্যদের ধৈর্যের ‘বাঁধ ভাঙবে’ বলে ধারণা করা হচ্ছে।

গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে বাইডেনের দাঁড়ানোর দাবি বাড়ছে। বিভিন্ন জরিপ ও প্রতিবেদন বলছে, দলের সদস্য, অর্থদাতা ও সাধারণ ভোটারদের বড় একটা অংশ বাইডেনের সরে দাঁড়ানোর পক্ষে। কিন্তু বিতর্কে তেমন একটা ভালো করতে না পারার কথা স্বীকার করলেও নির্বাচন করার বিষয়ে নিজের দৃঢ় সিদ্ধান্তের কথা ইতিমধ্যে একাধিকবার জানিয়েছেন বাইডেন।

Related posts

দেশের ১০০ মিলিয়ন মানুষ তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে

Ny Bangla

ট্রাম্পকে হারাতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বারাক ওবামার

Ny Bangla

বাইডেনের সমর্থনে দুই ডেমোক্র্যাট জেমস ক্লাইবার্ন ও গ্যাভিন নিউসাম

Ny Bangla

ট্রাম্প–মনোনীত অ্যাটর্নি জেনারেল গেটজের বিরুদ্ধে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ

Ny Bangla

কেয়ার স্টারমারের লেবার পার্টির বিরুদ্ধে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ অভিযোগ ট্রাম্প শিবিরের

Ny Bangla

অ্যামেরিকার ২৫০ বছর পূর্তি উদযাপনে আইওয়া

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy