ফ্লোরিডার ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অ্যারিযোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যামেরিকান এয়ারলাইন্সের বোয়িং 737800 মডেলের একটি বিমান।
কিন্তু টেক অফ করার সাথে সাথেই বিমানের একটি টায়ার বিস্ফোরিত হয়। অ্যামেরিকান এয়ারলাইন্সের এই বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন।
অবস্থা খারাপ দেখে বিমানের পাইলট সাথে সাথেই টেক অফ বাতিল করেন। দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যান জরুরী বিভাগের কর্মীরা। অ্যামেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে।
পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিমানের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
যাত্রী ও কুরুরা বিমান থেকে নেমে একটি বাসে করে টার্মিনালে ফিরে যান বলে জানানো হয়েছে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট গুলোতে কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক বিবৃতিতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
previous post