New York Bangla Life
বাংলাদেশ

বক্তব্যে প্রধান উপদেষ্টার কোনো রোডম্যাপ পাইনি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল বলে সন্তোষ প্রকাশ করলেও নির্বাচন নিয়ে রোডম্যাপ না থাকায় নিজের হতাশার কথাও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনও আমার ধোঁয়াশা যায়নি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা রোডম্যাপ দিবেন। কিন্তু আমরা তাঁর বক্তব্যে কোনো নির্বাচনী রোডম্যাপ পাইনি।’জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সেখানে ফখরুল বলেন, ‘বিএনপি আশা করে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনি পরিবেশ তৈরি হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি আশাবাদী বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপির আস্থা আছে বলে জানান ফখরুল। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা শিগগিরই কথা বলবেন বলেও আশা করেন বিএনপি মহাসচিব।

প্রশাসনের যেসব কর্মকর্তা হাসিনা সরকারকে মদদ দিয়েছেন, তাদেরকে অপসারণ করে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগের আহ্বানও জানান তিনি। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আচরণকে অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা ও আরেকজন উপদেষ্টার নামে থাকা মামলা দেখলাম বাতিল করা হয়েছে। কিন্তু আমরা যারা এখানে আছি তাদের প্রত্যেকের নামেই মিথ্যা মামলা আছে। আমাদের আশা আমাদের নামে থাকা প্রায় দেড় লাখ মামলা অনতিবিলম্বে তুলে নিতে হবে।’

Related posts

শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

producer

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটদের পদত্যাগ

Ny Bangla

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান

Ny Bangla

আগামী বছর ভোটের জন্য অপেক্ষা বিএনপির, তারেকও দেশে ফিরবেন: মেজর হাফিজ

Ny Bangla

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ঢাকায় নারীসহ কয়েকজনকে মারধর

Ny Bangla

নির্বাচনী রোডম্যাপ চায় জাতীয়তাবাদী সমমনা জোট

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy