ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) হারুন অর রশিদকে বদলি করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে বদলি করা হয়েছে বলে জানানো হয়। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত কমিশনার। আশরাফুজ্জামান। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
হারুন অর রশিদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবির প্রধান ছিলেন। সম্প্রতি ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে নিয়ে আলোচনা হচ্ছিল। তাদের মধ্যে তিনজন সমন্বয়কারীকে প্রাথমিকভাবে হাসপাতাল থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর বাকি তিনজনকে নিয়ে যাওয়া হয়। ডিবির হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি বাতিলের ঘোষণা দেন। ওই দিনই হারুন অর রশিদ ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে টেবিলে বসে খাওয়ার বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন।
বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি হাইকোর্টও ক্ষোভ প্রকাশ করেন। গত সোমবার এক রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটা দিয়ে খাওয়ার বিষয়টি উত্থাপন করলে হাইকোর্ট বলেন, ‘আপনাকে এটা করতে কে বলেছে? তারা কেন? জাতি নিয়ে রসিকতা করবেন না। যাকে নিয়ে যাওয়া হয়, খাবার টেবিলে বসে।’
এছাড়া সম্প্রতি হারুন অর রশিদের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।