ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলার প্রত্যক্ষ শিকার হচ্ছেন ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের উপাসনালয়, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা-লুটপাট চালানো হচ্ছে। কোথাও কোথাও হামলায় হতাহতের ঘটনাও ঘটছে। চাঁদাবাজি করা হচ্ছে, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড।
এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনাতে হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় শিল্পাচার্য জুয়নুল আবেদীনের ভাস্কর্য। উদীচীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা চালানো হয়ে। উদীচী এসব ঘটনারই নিন্দা জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার গঠনের প্রাক্কালে সমাজের কিছু বিতর্কিত ও ধর্মান্ধ ব্যক্তিদের ডেকে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে। এই ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উদীচী। ছাত্রহত্যা, দুর্নীতি-লুটপাট, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে পদত্যাগে বাধ্য করেছে ছাত্র-জনতা। পরে যারা সরকারে আসবে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলে সেই প্রত্যাশাও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।