গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতায় বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
তবে এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেননি বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, গত এক মাসে একজন হিন্দুও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি। তারা বাংলাদেশেই আছে এবং যেখানে যুদ্ধ করে টিকে আছে।
তিনি আরও বলেন, হিন্দুরা নয় বরং মুসলিমরাই ভারতে অনুপ্রভেশের চেষ্টা করছে। মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে এখানকার টেক্সটাইল খাতে ঢুকতে চাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা গত এক মাসে ৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমকে আটক করেছি। তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা।
তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা-ভাঙচুরের ঘটনার বিষয়টি বেশ জোড়ালোভাবে উঠে আসে। তবে এসব খবর বা তথ্যের বেশিরভাগই ছিলো ভিত্তিহীন।
previous post
next post