New York Bangla Life
Image default
বাংলাদেশ

বাংলাদেশের জাতীয় শোক দিবস ১৫ আগস্টের ছুটি বাতিল


বিগত সরকার ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ছাত্রদের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য শোক গ্রহণ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

পরে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়ে ব্যাপক ঐকমত্য হয় এবং এ সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের সভা এতদ্বারা জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সপরিবারে নিহত হন। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে।

পরবর্তীতে, বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে এবং ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর, ২০০৮ সালে ১৫ আগস্ট হাইকোর্টের আদেশে জাতীয় শোক দিবস হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়।

Related posts

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে: সমাবেশ করবে বিএনপি

Ny Bangla

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দায়মুক্তি’ ইউনূসের ‘গলার কাঁটা’

Ny Bangla

রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইএসপিআর এর বিবৃতি

Ny Bangla

নিজ বাসায় নির্যাতনের শিকার সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ

Ny Bangla

ক্ষমতার পালাবদলে দেশবাসীর নিরাপত্তা কোথায়?

Ny Bangla

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

isa

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy