New York Bangla Life
বাংলাদেশ

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন , অনেক শিশুদের গ্রেফতার করা হয়েছে। শিশুদের সাথে হওয়া সমস্ত সহিংসতার তীব্র নিন্দা জানায় ইউনিসেফ।

ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইসেকেরা এক বিবৃতিতে বলেন, “আমি বাংলাদেশ থেকে ফিরেছি এবং সাম্প্রতিক সময়ে সহিংসতার যে প্রভাব শিশুদের উপর পড়েছে তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন।”

“ইউনিসেফ নিশ্চিত করছে জুলাইয়ের আন্দোলনে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়। এছাড়া আন্দোলনে অনেকে আহত ও আটক হয়ে। এটি খুবই ভয়ানক ক্ষতি। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। যারা ছেলে ও মেয়েকে হারিয়েছেন তাদের প্রতি ইউনিসেফের পক্ষ থেকে আমি সহানুভূতি জানাচ্ছি। শিশুদের অবশ্যই রক্ষা করতে হবে। এটি সবার দায়িত্ব।”

এছাড়া শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইউনিসেফের এই কর্মকর্তা জানান, জাতিসংঘের শিশু অধিকার সম্মেলনের একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সবকিছু মানতে হবে।

কোনো আন্দোলনে শিশুরা উপস্থিত হলেই তাদের গ্রেপ্তার করা যাবে না। এছাড়া আটকের ক্ষেত্রে শিশুদের পরিবারের বিশ্বাস, কর্মকাণ্ড এবং ধর্মকে কোনোভাবেই বিবেচনায় নেওয়া যাবে না।

শিশুরা যেন আন্দোলনে না যায় সেজন্য সেজন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে স্কুল খুলে দেওয়ার কথা বলেন তিনি। এরমধ্যে শিশুরা বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিশতে পারবে এবং আন্দোলন থেকে দূরে থাকবে।

Related posts

বঙ্গবন্ধুকে স্বমহিমায় রাখুন

Ny Bangla

২৯টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা

Ny Bangla

গণঅভ্যুত্থানে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ

Ny Bangla

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা শিক্ষার্থীদের

Ny Bangla

মুক্তিযুদ্ধে ভুলের জন্য ক্ষমা চাইবে জামায়াত, তবে…

Ny Bangla

বাড়ছে তিস্তার পানি, বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy