শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশ স্বাধীন বলে মন্তব্য করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারাদেশে মানুষ উৎসব করছে। যেন তারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনুস। এর কিছুক্ষণ আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলে ছিল। তিনি একটি দখলকারী ক্ষমতা, একজন স্বৈরশাসক, একজন জেনারেল, সবকিছু নিয়ন্ত্রণ করার মতো আচরণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করে।
এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো। ইউনূস বলেন, ‘আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং নিজেদের জন্য একটি সুন্দর দেশ গড়তে চাই। এই প্রতিশ্রুতি আমরা করতে চাই. ছাত্র ও তরুণরাই আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবে।’
কথোপকথনে সক্রিয় রাজনীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ড. ইউনুস। তিনি বলেন, ‘আমি রাজনীতিতে যুক্ত হওয়ার লোক নই।’ তিনি আরও বলেন, ‘আমি আরও স্বাধীন পরিবেশে আমার কাজ চালিয়ে যেতে চাই, যা শেখ হাসিনার শাসনামলে পাইনি। কারণ, সে আমাকে প্রতিনিয়ত আক্রমণ করত। যে কাজটা আগে করতে পারিনি সেই কাজে নিজেকে নিয়োজিত করব।’