New York Bangla Life
বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। মামলার ২৮তম জবানবন্দিতে সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে।

মামলার ২৮ নম্বর আসামীর ঠিকানা মোঃ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতাঃ মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘরঃ মাগুরা।

এছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

ডিএমপি আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার জবানবন্দিতে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সহযোগিতা, সহযোগিতা ও প্রত্যক্ষ সহায়তায় কেউ মিছিলে গুলি চালায়।

বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট মারা যান।

Related posts

বঙ্গভবনের আশপাশের পরিস্থিতি কেমন?

Ny Bangla

আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ সম্পাদক

Ny Bangla

বাংলাদেশের জাতীয় শোক দিবস ১৫ আগস্টের ছুটি বাতিল

Ny Bangla

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বিশ্বের ৭ দেশ, রয়েছে বাংলাদেশও

Ny Bangla

রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Ny Bangla

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য ও ৩ জন শিক্ষার্থী নিহত হন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy