New York Bangla Life
Image default
বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মো. ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম ১৯৯১ সালে ২০ জানুয়ারি ১২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি পঞ্চঘড় জেলা সদর থানায়। তিনি পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেন।

এর আগে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে সরিয়ে দেয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত আসে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।

গতকাল পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো হয় ওই ভিডিও বার্তা। সেখানে তিনি বলেন, পুলিশের স্থাপনা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সঙ্গে অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এর পরই গতকাল বর্তমান আইজিপিকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে ছুটি দেওয়া হয়েছে। তথ্যটি সঠিক নয়।

আর খবর জানতে আমাদের সাইট ভিজিট করুন

Related posts

শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে: ড. ইউনূস

Ny Bangla

বিমানবন্দর থেকে মন্ত্রী-এমপিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে

Ny Bangla

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Ny Bangla

হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা উচিত: ড. ইউনূস

Ny Bangla

ইয়ামিন হত্যাকাণ্ডে পুলিশের শাস্তির দাবী

Ny Bangla

হত্যা মামলায় গ্রেপ্তার দীপু, মেনন, পলক, ইনুসহ ৭ জন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy