New York Bangla Life
অ্যামেরিকা

প্রেসিডেনশিয়াল ডিবেটে পরা স্যুট বেচে তহবিল জোগাচ্ছেন ট্রাম্প

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল জোগাড় করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নতুন ডিজিটাল ট্রেডিং কার্ড বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

ডিজিটাল ট্রেডিং কার্ড বিক্রির এ কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, সমর্থকদের মধ্যে যিনি ১৫ বা এর বেশি ট্রেডিং কার্ড কিনবেন, তিনি বাস্তবেও একটি ট্রেডিং কার্ড পাবেন, যেটির সঙ্গে থাকবে একটি স্যুটের টুকরা। এ স্যুট পরেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গত জুনে প্রথম মুখোমুখি প্রেসিডেনশিয়াল ডিবেটে হাজির হয়েছিলেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক ভিডিও বার্তায় সাবেক এই প্রেসিডেন্ট এসব কথা জানান।

জর্জিয়ার আটলান্টায় সম্প্রচারমাধ্যম সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম ওই মুখোমুখি ডিবেট অনুষ্ঠিত হয়। ডিবেটে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী (৮১ বছর) প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ।

ডিবেটে ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন বাইডেন। এ নিয়ে নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর-বাইরে তীব্র সমালোচনার মুখ পড়তে হয় বাইডেনকে। একপর্যায়ে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা থেকে সরে আসতে বাধ্য হন তিনি।

ট্রাম্পের প্রকাশিত নতুন ডিজিটাল ট্রেডিং কার্ডের নাম দেওয়া হয়েছে ‘অ্যামেরিকা ফার্স্ট’। কার্ডগুলোতে তাঁর অর্ধশত নতুন ছবি রয়েছে। এসবের মধ্যে আছে তাঁর নাচ, বিটকয়েন ধরে রাখাসহ আরও কিছু ছবি।

ডিজিটাল ট্রেডিং কার্ডগুলোর একেকটির মূল্য ৯৯ ডলার। ট্রাম্পের যে সমর্থক ১৫টি বা এর বেশি কার্ড সংগ্রহ করবেন, তিনি সত্যিকারের একটি ট্রেডিং কার্ড পাবেন।

এদিকে যে সমর্থক ৭ হাজার ৪২৫ ডলারে ৭৫টি ডিজিটাল ট্রেডিং কার্ড কিনবেন, তিনি ফ্লোরিডার জুপিটারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সাবেক এ প্রেসিডেন্টের সঙ্গে গালা ডিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, তাঁরা আমাকে ক্রিপটো-প্রেসিডেন্ট বলে ডাকেন।’ তিনি আরও বলেন, ‘আমি জানি না এটি সত্য না মিথ্যা। তবে অনেক মানুষ এমনটাই বলছেন। তাই আপনারা সুযোগ হারাবেন না। আপনারা কালেক্টট্রাম্পকার্ডস ডটকমে যান এবং মার্কিন ইতিহাসের টুকরা সংগ্রহ করুন।’

সম্ভবত বিস্ময়কর না হলেও ট্রাম্প অতীতেও এ ধরনের ডিজিটাল ট্রেডিং কার্ড প্রকাশ ও তা বিক্রি করেছেন। ২০২২ সালে ট্রাম্প প্রথম তাঁর ডিজিটাল ট্রেডিং কার্ড প্রকাশ করেন। ওই কার্ডে সুপারহিরোর পোশাক পরা নিজের ছবি জুড়ে দিয়েছিলেন তিনি। এক দিনের কম সময়ে ওই কার্ড বিক্রি করে উঠেছিল ৪৫ লাখ ডলার।

আবার ট্রাম্প যে এবারই শুধু তাঁর স্যুটের টুকরা বিক্রি করছেন, তেমনটি নয়। গত বছর ট্রাম্প যখন গ্রেপ্তার হন ও আটলান্টা কারাগারে তাঁর মুখচ্ছবি নেওয়া হয়, সেই সময় পরনে থাকা স্যুট কেটেও বিক্রি করা শুরু করেছিলেন তিনি। স্যুটের একেকটি টুকরা সংগ্রহ করতে সমর্থকদের ৪৭টি করে ডিজিটাল ট্রেডিং কার্ড কিনতে হয়েছিল, যার মূল্য ছিল ৪ হাজার ৬৫৩ ডলার পর্যন্ত।


Related posts

ভার্চুয়াল কারেন্সি বিনিয়োগকারীরা কামালার জন্য তহবিল সংগ্রহ করবেন

Ny Bangla

কামালার প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন লিজ

Ny Bangla

অ্যামেরিকা ফ্লাইটে বন্দুক হামলা

Ny Bangla

ট্রাম্প এবং ভ্যান্স গ্রামীণ কমিউনিটিকে পণ্য হিসেবে দেখেন: ওয়ালজ

Ny Bangla

এবার ট্রাম্পের ওপর হামলায় দোষারোপ বাইডেনকে

Ny Bangla

টিম ওয়ালজকে নিয়ে দুই স্টেইটে নির্বাচনী সমাবেশ কামালা হ্যারিস

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy