সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে বাইডেনের হতাশাজনক পার্ফর্মেন্সের পর যখন নির্বাচনে তার অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে তখন বাইডেনের প্রতি নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ডেমোক্র্যাট পার্টির রেপ্রেজেন্টেটিভ জেমস ক্লাইবার্ন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।
এনবিসি নিউজের টুডে অনুষ্ঠানে জেমস ক্লাইবার্ন বলেন, ‘বাইডেন যে সিদ্ধান্তই নিন না কেন আমি তার সঙ্গে আছি।’
শুধু ক্লাইবার্ন নন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, ‘আমি তার সঙ্গেই আছি। এটা দিবাস্বপ্ন নয়।’
তখন অনেকই ৫৬ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিনকে বাইডেনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেছিলেন।
অন্যদিকে কৃষ্ণাঙ্গ অ্যামেরিকানদের মধ্যে ৮৩ বছর বয়সী ক্লাইবার্নকে বেশ প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে নির্বাচনি প্রচারণায় তার সমর্থন বাইডেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে বাইডেনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিরোধিতা করা ব্যক্তিদের সংখ্যাও কম নয়। বাইডেনকে তার প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা।
ট্রাম্পের বিপক্ষে তার বিপর্যয়কর পার্ফর্মেন্সের পর ১৯ জন আইনপ্রণেতা বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলেছেন ।
বাইডেন এবারের নির্বাচনে অংশ নিলে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হবে। এতে হাউযে সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করা হয়তো সম্ভব হবে না। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অনেকেই এমন আশঙ্কায় তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

previous post
next post