আজ থেকে দশ বছর আগে ২০১৪ সালে আবদুল্লাহ আল মাসুদ তাঁর পা হারিয়েছিল। তাঁর পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল জামায়াত শিবির।
সেই মাসুদ, কৃত্রিম পায়ে ল্যাংচাতে ল্যাংচাতে ক্লায়কিষ্টে একটা ছোট চাকুরি করে চালিয়ে নিচ্ছিল তাঁর দিন।
মাত্র ৫ দিন আগে সে এক ফুটফুটে সন্তানের বাবা হয়েছিল। সদ্য প্রসুতি বউয়ের ঔষুধ কিনতে মাসুদ গিয়েছিল পাশের ফার্মেসিতে। সেখানেই তাঁকে ঘিরে ধরে ।
মাসুদকে পিটিয়ে ফেলে রেখে যায়। মাসুদ মারা যাওয়ার আগে পানি খেতে চেয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে। পাঁচদিন বয়সী মাসুমা মায়ের সাথে তার বাবা আবদুল্লাহ আল মাসুদের লাশ বুঝে নিতে মর্গের সামনে অপেক্ষমান।