আগামী মঙ্গলবার পেনসিলভেনিয়া স্টেইটের ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন ডিবেট। ঠিক এই সময়েই ট্রাম্প বললেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালার অধীন আপনাদের সরকার সারা দুনিয়া থেকে খুনি, শিশু নিপীড়ক ও ক্রমিক ধর্ষণকারীদের আমদানি করেছে।’
প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র ৫৮ দিন। এর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ডিবেটের সুইং স্টেইটের উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেন ট্রাম্প। সেখানে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করে বক্তৃতা দেন। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ সুইং স্টেইটেড় পেনসিলভেনিয়াতে ডিবেটের জন্য প্রস্তুতি নিতে দেখা যায় কামালা হ্যারিসকে।
তিনি তাঁর বক্তৃতায় বামপন্থী একনায়কের অধীন অ্যামেরিকা কেমন দেশে পরিণত হবে, তার ভয়াবহ চিত্র তুলে ধরেন।
এ নিয়ে পেনসিলভেনিয়ার পিটসবার্গে কামালা বলেন, ‘আমি তাঁদের সমর্থন পেয়ে খুবই সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, বাবা-মেয়ে একটি সাহসী বিবৃতি দিয়েছেন।
previous post