যাত্রীরা সারা সপ্তাহ নিউ জার্সির পাবলিক ট্রান্সপোর্টে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট ট্রেইন, লাইট রেইল ও বাসের যাত্রীরা এই সুবিধা পাবেন।
এছাড়াও, মাসিক পাস ব্যবহারকারীরা সেপ্টেম্বর মাস জুড়ে ২৫ শতাংশ ছাড় পাবেন। রাজ্যপালের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
চলতি সপ্তাহে নিউ জার্সিতে পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের জন্য যাত্রীদের কোন অর্থ গুনতে হবে না। সারা সপ্তাহব্যাপী নিউ জার্সি ট্রানজিট ট্রেন, হালকা রেল এবং বাস যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে এই যানবাহনে চড়তে পারবেন। সম্প্রতি নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, বিগত কয়েক মাসে নিউ জার্সির পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া বৃদ্ধি যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করে। তবে এবার যাত্রীদের কিছুটা স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন গভর্নর।
ট্রেইনের কর্মকর্তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন। সপ্তাহ ব্যাপি বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের সুযোগ থাকায় টিকিট চেকিং করা থেকে বিরতি পাবেন তারা। ওপরদিকে পাথ অথবা প্যাটকো ব্যাবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন না।
ব্যক্তিগত মালিকানাধীন বাসে ভ্রমণ করলেও পুরো ভাড়া দিতে হবে। এছাড়াও, ট্রানজিট স্টেশনগুলিতে গাড়ি পার্ক এর জন্যও অর্থ প্রদান করতে হবে।
এদিকে মাসিক পাস ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা সেপ্টেম্বর মাস জুড়ে গণপরিবহন ভ্রমণে ২৫ শতাংশ ছাড় পাবেন। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এক যাত্রী। নিউ জার্সিতে এই যানবাহনে বিনামূল্যে ২ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। এর পরে, যাত্রীদের ৩ তারিখ থেকে যথারীতি নির্ধারিত ভাড়া দিতে হবে।