বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুল সাত্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ এবং হাসপাতালে চলাচলের সময় পুলিশি নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দেয় বিএনপি। গতকাল জননিরাপত্তা সচিবকে এবং গত বুধবার পুলিশের মহাপরিদর্শককে দুটি চিঠি পাঠানো হয়েছে।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেলেও এরপর থেকে তিনি নিয়মিত পুলিশি নিরাপত্তা পাননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে তার বাসভবন ও চলাচলের জন্য পুলিশ এসকর্ট বরাদ্দসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।
————————————————-
আরো খবর দেখতে এখানে ক্লিক করুন এবং ভিদিও দেখতে এখানে ক্লিক করুন ।