ভারতের উজানে ত্রিপুরা থেকে ভারী বর্ষণ এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে দেশের ১০টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ৩৬ লাখ মানুষ। তবে আরও দুটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গত দুই দিনে চার জেলায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার থেকে আট জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। এরপর আরও চারটি জেলাসহ মোট ১২টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বন্যার্তদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করছেন সেনা সদস্যরা। রেললাইন প্লাবিত হওয়ায় চট্টগ্রাম ও সিলেটসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় পানি জমে আছে।
ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অনেক বন্যা কবলিত এলাকা বিদ্যুৎবিহীন। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক মোবাইল টাওয়ার বন্ধ রয়েছে। ওই সব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আকস্মিক বন্যায় ফেনীতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনায়ার পর ফেনী শহর পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর,কোথাও বুকসমান পানি।

previous post