New York Bangla Life
Image default
খেলাধুলা

২৭ বছর পর ভারতকে হারাল শ্রীলঙ্কা

কলম্বোয় ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১১০ রানে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা। ২৭ বছর পর এসে এবার ভারতকে হারাল শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল দলটি। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ১৩টি সিরিজ খেলে ১১টিতেই হেরেছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো হয় শ্রীলঙ্কার। ধীরগতিতে এগোলেও প্রথম উইকেট ৮৯ রানের জুটিতে শক্ত ভিত পায় স্বাগতিকরা। ৬৫ বলে ৪৫ রান করে অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা।

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৯ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ১০২ রান করে আভিশকা যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার সংগ্রহ ৩৫.৩ ওভারে ১৭১ রান। তবে শেষদিকে তেমন রান তুলতে পারেনি লঙ্কানরা।

আভিশকার উইকেটের পর হুট করেই ধস নামে লঙ্কানদের। ২৮ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারায় স্বাগতিকরা। কুশল মেন্ডিস আউট হন ৮২ বলে ৫৯ রান করে৷ আর শেষদিকে কামিন্দু মেন্ডিস ১৯ বলে ২৩ রান করেন। তাতে ২৪৮ রানে থামে লঙ্কানদের ইনিংস।

রান তাড়ায় বরাবরের মতোই ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। ১৪ বলে ৬ রান করে আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হন তিনি। ২০ বলে ৩৫ রান করে দলীয় ৫৩ রানে আউট হন রোহিত। তাকে ফেরান দুনিথ ভেল্লালাগে।

রোহিতের বিদায়ের পর ভারতীয় ব্যাটারদের রীতিমতো নাস্তানাবুদ বানান তরুণ ভেল্লালাগে। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলকে দাঁড়াতেই দেননি এই স্পিনার। রিশভ পন্তকে ফিরিয়েছেন মহেশ থিকশানা। রিয়ান পরাগ এবং শিভম দুবেকে ফেরান গত ম্যাচের নায়ক জেফ্রি ভ্যান্ডার্সে। ২৭ বছর পড়ে এভাবে ভারতকে হারাল শ্রীলঙ্কা।

১০১ রানে ৮ উইকেট হারানো দিশেহারা ভারতকে শেষদিকে কিছুটা আশার আলো দেখান ওয়াশিংটন সুন্দর। তবে ২৫ বলে ৩০ রান করা এই অলরাউন্ডারের বিদায়ের পর হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের জন্য। ১৩৮ রানে অলআউট হয়ে ভারতকে হারাল শ্রীলঙ্কা ।

আরো খবর জানতে এখানে ক্লিক করুন এবং ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Related posts

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢালিউডের ‘কিং খান’

saeimkhan

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ

Ny Bangla

অ্যামেরিকার কুইন্সি হলের গলায় সোনার পদক

Ny Bangla

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি

Ny Bangla

সমুদ্র ভ্রমণে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

Ny Bangla

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy