মঙ্গলবার থেকে অধস্তন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। আর বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম পরিচালনা ও বন্ধের বিষয়ে তিনটি পৃথক সার্কুলার প্রকাশিত হয়। একদিন পর আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি আসে।