ইসরায়েলি কর্মকর্তারা বলেন, তারা হিজবুল্লাহকে আঘাত করতে চান কিন্তু লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে না যাওয়ার পক্ষে। গোলান মালভূমিতে রকেট হামলার পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামলায় ১২ শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে।
ইযরায়েল-হিজবুল্লাহর সংঘর্ষের ফলে লেবানন সীমান্তের উভয় পাশের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
রকেট হামলার পর কয়েক দিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসরায়েলের দুই কর্মকর্তা। পরিচয় প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা এসব কথা বলেন। ইসরায়েলের প্রতিশোধমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তারা দেননি।
এই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও অ্যামেরিকা। যদিও এ অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহ।
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমোদন দিয়েছে।
ইসরায়েলের ইয়েদিওথ আহরনোথ পত্রিকা জানিয়েছে, প্রতিশোধ ‘সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ’ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে থাকতে পারে সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং বন্দরগুলোতে সীমিত হামলা অথবা হিজবুল্লাহর অস্ত্রাগার ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করা।
স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইউএস সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন ইযরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে এক ফোন কলে সংঘাতের বৃদ্ধি রোধ করার জন্য গুরুত্ব দিতে জোর দিয়েছেন।
previous post