বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি ও চিকিৎসক হত্যার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করে ময়মনসিংহের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
কলেজ গেট এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।
এ সময় শিক্ষকরাও এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা।
বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে একত্রিত হয়ে মিছিল সমাবেশ করে।
previous post