মাগুরায় আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বেলা সাড়ে ১১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (রাব্বি) জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাঁর শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালের পরিচালক জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করতে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে পর শহরের পারনান্দুয়ালী এলাকায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থী ও বিএনপি–ছাত্রদলের নেতা–কর্মীরা। অন্যদিকে ঢাকা রোড বাসস্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা ছিলেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।