New York Bangla Life
Image default
বাংলাদেশ

মির্জা ফখরুলের সঙ্গে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পরিবর্তনের পর গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতির দিক থেকে বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাচ্ছে…এসব বিষয় নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, তাদের পক্ষ থেকে সহযোগিতা করতে পারে… কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে গর্তের মধ্যে তা থেকে তুলে আনা যাবে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

আমীর খসরু বলেন, “দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, কীভাবে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে যেভাবে, কীভাবে সেগুলোর প্রতিকার ও সঠিক জায়গায় নিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা হয়।

সেখানে তাদের (ইউরোপীয় ইউনিয়নের) কী সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে আলোচনায় সেসব বিষয়ও এসেছে।’

নির্বাচন নিয়ে আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রের ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এ বিষয়টি আলোচনা হয়েছে।’

আমীর খসরু আরও বলেন, ‘বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে…যে ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে একসঙ্গে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

Related posts

সংবাদ মাধ্যমকে ইউনূস দপ্তর থেকে ‘সতর্ক বার্তা’

Ny Bangla

তাই বলে জামায়েতের সঙ্গে কন্ঠ মেলাবেন?

Ny Bangla

দেশ পরিণত হচ্ছে ইভিল স্টেটে

Ny Bangla

৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আমিরাত

Ny Bangla

বাংলাদেশে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Ny Bangla

উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy