New York Bangla Life
আন্তর্জাতিক

‘মিসাইল সংকট’ তৈরি নিয়ে অ্যামেরিকাকে সতর্ক বার্তা পুতিনের


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, যদি , অ্যামেরিকা
জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, অ্যামেরিকা তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে স্থানান্তর করছে, যেখান থেকে মাত্র ১০ মিনিটেই রাশিয়ার উপর হামলা চালানো সম্ভব। তবে মস্কোও চুপ করে বসে থাকবে না।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে নৌ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। এ সময় রাশিয়া, চীন, আলজেরিয়া ও ভারতের নাবিকরা উপস্থিত ছিলেন।

গত ১০ জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় অ্যামেরিকা। একইসঙ্গে ২০২৬ সাল থেকে জার্মানিতে দীর্ঘ মেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি।

এ কর্মসূচিতে এসএম-৬, টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে।

পুতিন আরও বলেন, আমরা অ্যামেরিকা, ইউরোপে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের স্যাটেলাইটগুলোর কার্যকলাপ বিবেচনা করে মোতায়েন করার সিদ্ধান্ত নেব।

Related posts

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর অবস্থান জানায় ইরানের গুপ্তচর: রিপোর্ট

Ny Bangla

‘শেখ হাসিনা দিল্লিতেই, ভারত ছেড়ে কোথাও যাননি’

Ny Bangla

ব্রিকস সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রসচিব রাশিয়া যাচ্ছেন

Ny Bangla

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতীয় অ্যামেরিকানদের জোর তদবির

Ny Bangla

গাজা উপত্যকায় সেনা অভিযান ইসরাইলি বাহিনীর

Ny Bangla

ভারতীয় রুপির পতনের রেকর্ড

Ny Bangla

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy