খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ১৯ ব্যাচের এবং বর্তমানে বিইউপিতে অধ্যয়নরত মীর মুগ্ধ বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে মাথায় গুলি লেগে মৃত্যু বরন করেন ।
মৃ-ত্যুর আগেও শিক্ষার্থীদের পানি ও বিস্কুট দিচ্ছিলেন মুগ্ধ ।
মুগ্ধ ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার
মুগ্ধর ফ্রিল্যান্সিং প্রোফাইলই বলে দেয় সে কতোটা ট্যালেন্টেড ফ্রিল্যান্সার ছিলো,
তার প্রোফাইল দেখে সহজেই ধারণা করা যায় এই দেশকে অনেক বৈদেশিক মুদ্রা এনে দিয়েছিলো সে। হাজারের বেশি রিভিউ সাথে এভারেজে ৫ স্টার মেইন্টেইন করা একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তাঁর আন্দোলনে যাওয়া লাগে না। তারপরেও এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিকদের সমমর্যাদার জন্য। এতো ছোট বয়সে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখেছিলেন তিনি ।
তার মৃত্যুর সংবাদ ফাইভার প্রতিষ্ঠানে পৌঁছেছে ।
তাকে নিয়ে দু:খ প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্রীল্যান্সিং প্রতিষ্ঠান ফাইভার !