অ্যামেরিকায় প্রায় এক সপ্তাহের বেশি অ্যাভোক্যাডো আমদানিতে অচলাবস্থার পর আবারও মেক্সিকো থেকে অ্যাভোক্যাডো আমদানি শুরু করেছে।
মেক্সিকোতে দুইজন অ্যামেরিকান অ্যাভোক্যাডো পরিদর্শককে গত মাসে আটক করা হয়। এই ঘটনায় দেশটির মিচোয়াকান প্রদেশ থেকে অ্যাভোক্যাডো আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় অ্যামেরিকা।
অ্যামেরিকার ইউএসডিএ এনিমেল অ্যান্ড প্ল্যান্ট হেল্থ ইন্সপেকশন সার্ভিসের কর্মরত দুইজন নাগরিককে মেক্সিকান রোডব্লক অতিক্রম করার সময় তাদের গাড়ি থেকে নামিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে। মেক্সিকোতে উৎপাদিত প্রায় তিন-চতুর্থাংশ অ্যাভোক্যাডোই আসে মিচোয়াকান প্রদেশ থেকে।
মেক্সিকান কর্মকর্তারা এই ঘটনার পর দাবি করেন যে, দুইজন অ্যামেরিকান পরিদর্শককে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সম্পূর্ণ অহিংস ও বিচ্ছিন্ন একটি ঘটনা। এর সঙ্গে অ্যাভোক্যাডো শিল্পের সঙ্গে জড়িত ওই দুই পরিদর্শকের কোন সম্পর্ক নেই।
দুই দেশের কূটনীতিক ও কৃষি কর্মকর্তাদের আলোচনা ও সমঝোতার পর এবং পরিদর্শন বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন হয়। এরপর দুই দেশের মধ্যে অ্যাভোক্যাডোর আন্ত:সীমান্ত বাণিজ্য আবারও শুরু হয়। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জানিয়েছে, জুলাই মাসের শুরুর দিকেই বাণিজ্যের পরিমাণ আগের অবস্থায় ফিরে এসেছে।