ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি এবং হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে করা বার্তা দিয়েছিলেন মোদি।
ঠিক একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর ফোন পাওয়ার কথা জানান।
ফোন আলাপে ডঃ মুহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোষ্টে লিখেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগ্রতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত থাকবে।
এর আগে তিনি বক্তব্যে বলেন ১৪০ কোটি দেশবাসী চাইছেন সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক।
ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য শুভকামনা থাকবে।
কারন আমরা মানবতার পক্ষে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডঃ মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
ডঃ মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানান। এক্সে পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি।
এর আগে রাজধানীর ঢাকা ঢাকেরশরী মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দুদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক সহিংসতায় যারা সংখ্যালঘুদের উপর হামলা চালায়, তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

previous post