এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম যেকোনো সময় ঘোষণা করবেন। এর পরপরই কামালা রাজনৈতিকভাবে ব্যাটলগ্রাউন্ড স্টেটস সফর করবেন।
নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে এসব স্টেটে ভোটারদের মন জয়ের চেষ্টায় তাঁর এই সফর।
হোয়াইট হাউযে প্রবেশের লড়াইয়ে এগিয়ে থাকতে রাজনৈতিকভাবে ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালার পাঁচ দিনের সফর শুরু হবে পেনসিলভেনিয়া থেকে। নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর লড়াইয়ে গতিপথ রচিত হবে এ সফরের মধ্য দিয়ে।
এক এক্স পোস্টে কামালা লিখেছেন, ‘এ মুহূর্তে আমাদের দেশের জন্য দুটি বিকল্প লক্ষ্য বেছে নেওয়ার মুখোমুখি হয়েছি আমরা। একটি ভবিষ্যতের কথা বলে, অন্যটি অতীতের। এ ক্ষেত্রে আমাদের প্রচারের লক্ষ্য হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করা।’
নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কামালার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।
এখন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন অ্যামেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট প্রার্থী।

previous post
next post