রবিবার সারাদিন
১ — বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বশেষ অসহযোগ আন্দোলন’ চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য। বিভিন্ন স্থানে সরকারি ভবন ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
২ — রবিবার কারফিউ এগিয়ে আনা হয়েছে এবং রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে।
৩ — নির্বাহী আদেশে সরকারি-বেসরকারি অফিসে টানা তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সোম, মঙ্গলবার ও বুধবার তিনদিন ছুটি থাকবে।
৪ — আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
৫ — সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশে বিক্ষোভ-আন্দোলন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
৬ — সেনাবাহিনী দেশের সাধারণ মানুষকে সরকার ঘোষিত কারফিউ মেনে চলার আহ্বান জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
৭ — রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে দেশের সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না হওয়ার আহ্বান জানান।
৮ — রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৈরাজ্যবাদীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৯ — ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতা বাড়তে শুরু করায় রোববার দুপুর থেকে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। তবে এই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়। তবে বন্ধ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া।
১০ — শিক্ষার্থী বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নয়, ব্যবস্থা ভাঙচুরকারীদের বিরুদ্ধে : ডিএমপি কমিশনার।