ডেমোক্র্যাটদের মনোনীত প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বাইডেন সরে দাঁড়ানোয় এখন ট্রাম্পের বয়সকেও সমালোচনায় বিদ্ধ করার সুযোগ এসেছে হ্যারিস শিবিরের সামনে।
ট্রাম্প মনোনীত রানিং মেট জে ডি ভ্যান্স এখন নির্বাচনি প্রচারণায় সমালোচনার জন্য ডেমোক্র্যাটদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। রানিং মেট হিসেবে তাকে নির্বাচিত করায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের যোগ্যতা নিয়েও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডেমোক্র্যাটরদের কাছে।
৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে মনোনয়ন পাওয়া ভ্যান্স কতটা সুবিধা করতে পারবেন সেই আলোচনাও উঠছে নানা মহলে।
ভ্যান্স এর রাজনীতিতে অভিজ্ঞতা কম থাকার কারণে ডেমোক্র্যাটদের প্রচারণা শিবিরের সহকারী প্রধান মিচ ল্যান্ড্রু বলেন, ‘আমাদের সামনে এখন একজন কৃষ্ণাঙ্গ নারী ও একজন শ্বেতাঙ্গ পুরুষ রয়েছেন। অথচ কেউ শ্বেতাঙ্গ পুরুষটির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন না।’
ল্যান্ড্রু বলেন, ‘৩৯ বছর বয়সী ওহাইওর এই রিপাবলিকান অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত সবচেয়ে অপ্রস্তুত ব্যক্তিদের একজন তিনি।’
ট্রাম্প রানিং মেট হিসেবে ভ্যান্সকে বেছে নেয়ার পর হ্যারিস তার বেশ কয়েকজন উপদেষ্টাকে বলেন , ট্রাম্প ভ্যান্সকে রানিং মেট হিসেবে পছন্দ করার ফলে তার পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে তার জনপ্রিয়তা বাড়ার পরিবর্তে তা দ্বিগুণ কমে গিয়েছে।
ভ্যান্সকে ভন্ড ও কট্টর ট্রাম্পপন্থি হিসেবেও অভিহিত করছেন ডেমোক্র্যাটরা।